শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন পৌর যুবলীগসহ অন্যান্য সংগঠনের আয়োজনে এমপি শাওনের ৪৯তম জন্মদিন পালিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন পৌর যুবলীগসহ অন্যান্য সংগঠনের আয়োজনে এমপি শাওনের ৪৯তম জন্মদিন পালিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন, লালমোহন: লালমোহনে ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের ৪৯তম জন্ম দিন পালিত হয়েছে। লালমোহন পৌর যুবলীগ বর্নঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে জন্মদিবস পালন করে। আনন্দ মিছিল, কেক কাটা, আলোচনা সভা ও দোআ মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহেরের নেতৃত্বে সাধারন সম্পাদক আমিনুল ইসলামের সমন্বয়ে কেক কাটাসহ অনুষ্ঠানে পৌর যুবলীগের সিনিয়র সহসভাপতি হাসান খলিফা, সহসভাপতি বাচ্চু মুনশি, ইউনুছ ফরাজি, যুগ্ম সম্পাদক মাসুদ রানা রনি, সাংগঠনিক সম্পাদক আল আমিন মামুন, জোবায়ের কুদ্দুস প্রমুখ। এছাড়া পৌর যুবলীগের ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপর দিকে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সংগঠন এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শানের জন্মদিন পালন করে।