শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | ধর্ম-কর্ম | শশীভূষণ | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশন তানযীমুল মাদ্রাসার উদ্যোগে ২ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল ।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশন তানযীমুল মাদ্রাসার উদ্যোগে ২ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মেহেদীহান্নান, ভোলা দক্ষিণ : ভোলা চরফ্যাশন উপজেলার দুলারহাট তানযীমুল মাদ্রাসার উদ্যোগে ১ ও ২ ডিসেম্বর ২০১৭ইং ১৭ ও ১৮ অগ্রহায়ন ১৪২৪ বাংলা রোজ শুক্র ও শনিবার ২ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল এর আয়োজন করা হয়েছে। প্রথম দিন শুক্রবার তাফসীর পেশ করবেন,বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, মোফাচ্ছিরে কুরআন আলহাজ্ব হাফেজ মাওঃ ক্বারী কামাল উদ্দিন সিদ্দিকী,খতিব কেন্দ্রীয় জামে কসাই মসজিদ, (বরিশাল)।
দ্বিতীয় দিন শনিবার তাফসীর পেশ করবেন দেশ বরেন্য আলেমেদ্বীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কুরআন আলহাজ্ব হযরত মাওঃ সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী (ঢাকা)।
মুনাজাত পরিচালনা করবেন, আলহাজ্ব হযরত মাওঃফজলুল কবির শাহীন পীর (নাজিরপুর দরবার শরীফ)।
কুরআন থেকে তিলাওয়াত করবেন,কাতার,সুদান,জর্ডান,মিশর,দুবাই,কুয়েত,বাহরাইন-এ অনুষ্ঠিত পবিত্র কুরআন প্রতিযোগিতায় একাধিকবার বিজয়ী-বিশ্বজয়ী হাফেজ ক্বারী মোঃ জাকারিয়া। দুই দিন ব্যাপী এ মাহফিলের সভাপতিত্ব করবেন, মোঃ আলমগীর হোসেন হাওলাদার সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ নীলকমল ইউনিয়ন শাখা।
পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইয়ের অংশগ্রহন করার দাওয়াত রইল।