মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি | তথ্যপ্রযুক্তি | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম জুবায়ের মঞ্জুর কারাগারে ।। লালমোহন বিডিনিউজ
কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম জুবায়ের মঞ্জুর কারাগারে ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা তিনটি মামলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম জুবায়ের মঞ্জুরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. কামরুল হোসেন মোল্লা তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম গণমাধ্যমকে বলেন, পরস্পর যোগসাজশে প্রতারণা ও ভুয়া কাগজপত্র তৈরি করে ঋণের নামে ব্যাংকের টাকা আত্মসাত করে কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম জুবায়ের মঞ্জুর। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। মামলায় এই আসামিসহ অন্য আসামিদের বিরুদ্ধে ৪৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। আজ জুবায়ের মঞ্জুর আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।