সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » আ”লীগ সাধারণ সম্পাদক গান গেয়েই যাচ্ছেন, মানুষ শুনছেন কিনা তা দেখছে না- রিজভী
আ”লীগ সাধারণ সম্পাদক গান গেয়েই যাচ্ছেন, মানুষ শুনছেন কিনা তা দেখছে না- রিজভী
লালমোহন বিডিনিউজ, ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমাদের আবদুর রহমান বয়াতি সহ অনেক বয়াতি আছেন। তেমনি দেশের রাজনীতিতে একজন বয়াতির আবিভার্ব হয়েছে। তিনি হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি গান গেয়ে যাচ্ছেন। মানুষ শুনছেন কিনা তা দেখছে না।
সোমবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল একথা বলেন।
রিজভী বলেন, বিএনপি নাকি খাদের কিনারে দাড়িয়ে আছে। আমি বলি, আপনারা কিসের কিনারে? ফুলের বাগানের কিনারে? যেখানে পড়লে শিউলি আর বেলির ওপর পড়বেন? না তা নয়। আপনারা একটা ধাক্কা খেলে সিটি করপোরেশনের ভাগাড়ে গিয়ে পড়বেন, যেখান থেকে আর উঠতে পারবেন না।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুমের ও খুনের জন্য ইতিহাসে ফেরাউন, এজিদ, হিটলার, মীর জাফরের নামের মতো খলনায়ক হয়ে থাকবেন বলে মন্তব্য করেন।
ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ সভাপতি মুন্সি বজলুল বাছিদ আঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব ও দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল বাশার, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।