সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | দৌলতখান | বোরহানউদ্দিন | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে লঞ্চের ধাক্কায় নিহতদের পরিবারের পাশে এমপি মুকুল ।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে লঞ্চের ধাক্কায় নিহতদের পরিবারের পাশে এমপি মুকুল ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার আলিমুদ্দিন বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে এমভি ফারহান ৫ লঞ্চের ধাক্কায় নিহত জেলে মিরাজ (১৫), গিয়াস উদ্দিন (২৮) ও নিখোঁজ কামাল, আহত ৩ জেলের শোকাহত পরিবারকে শোক ও সান্তনা জানাতে ছুটেযান ভোলা -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
রবিবার দুপুর সারে ১২ টায় বড়মানিকা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নিহতদের কবর জিয়ারত শেষে নিহতদের বাড়িতে গিয়ে শোক ও শান্তনা জানিয়ে এমপি মুকুল বলেন, এমভি ফারহান ৫ লঞ্চের কর্তৃপক্ষের বিচার হবে।
এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মামলা হয়েছে। আমারও বাবা নেই এতিম বাচ্চাদের পাশে আমি আছি।
এমভি ফারহান ৫ লঞ্চের দূর্ঘটনার দায় তাসরিফ লঞ্চের উপর চাপাতে চেয়েছিল। কিন্তু আহত ৩ জেলে তাদের ট্রলারটিকে এমভি ফারহান ৫ লঞ্চটি ধাক্কা দিতে দেখেছে।
আমরা সত্যেকে সত্যেই বলব। পরে বাংলাবাজার পাকার মাথায় স্থানীয় হাজার হাজার জেলেরা এমপি আলী আজম মুকুলের কাছে এমভি ফারহান ৫ লঞ্চের বিরুদ্ধে বিচারের দাবী জানান। এসময় এমপি আলী আজম মুকুল বলেন, এমভি ফারহান ৫ লঞ্চ যে দূর্ঘটনা ঘটিয়েছে আগামী ২৮ নভেম্বরের মধ্যে কোন ফয়সালা না করলে দৌলতখান ও বোরহানউদ্দিনে কোন ঘাটে ওই ল ভিরতে দিবনা।
নিহত তিন জনকে নিয়ে কোন রাজনীতি করা যাবেনা। নিহত তিনজনকে আর ফিরে পাওয়া যাবেনা তবে ওই লঞ্চের মালিক এসে নিহতদের পরিবার ও এতিমের পাশে সম্মানের সাথে দাড়াতে হবে।
এসময় এস্থানীয় হাজার হাজার জেলে, এমভি ফারহান ৫ লঞ্চের বাংলাবাজার ঘাট সুপার ভাইজার সহ আওয়ামীলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৭ নভেম্বর শুক্রবার ভোর রাতে ঢাকাথেকে বেতুয়াগামী এমভি ফারহান ৫ লঞ্চটি ভোলার বোরহানউদ্দিন উপজেলার আলিমুদ্দিন মাছঘাটের একটি মাছ ধরা ট্রলারকে মেঘনা নদীতে মাছধরার সময় ধাক্কাদেয় পরে ট্রলারটি ভেঙ্গে ডুবে যায় ।
এসময় ৬ জেলের মধ্যে গিয়াস উদ্দিন, মিরাজ নামের দুইজন নিহত। কামাল নামের একজন নিখোঁজ ও তিন জেলে আহত হয়। এ ঘটনায় নিহত গিয়াস উদ্দিনের ভাই মোঃ জসিম উদ্দিন বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন।