শনিবার, ২৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন।। লালমোহন বিডিনিউজ
ভোলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, জুয়েল সাহা : ভোলার দৌলতখান উপজেলায় রবি ২০০১৭/১৮ কৃষি প্রনোদনা সহায়তা কর্মসূচীর আওতায় ক্ষতিগ্রস্থ্য কষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। আজ শনিবার বিকালে দৌলতখান উপজেলা চত্বরে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতত থেকে বিজ ও সার বিতরন করেন। দৌলতখান উপজেলা কৃষি সম্প্রসার অধিদপ্তর কর্তৃক আয়োজিত সার ও বীজ বিতরন অনুষ্ঠানে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার। বক্তব্য রাখেন, দৌলতখান উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ হাসনাত,দৌলতখান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক গোলাম মোর্শেদ কিরন,ভবানিপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম নবী নবু প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মুকুল বলেন, খালেদা জিয়া দেশকে ধ্বংস করেছে। তাদের আমলে সারের জন্য কৃষককে হত্যা করেছে। আর বর্তমান প্রধান মন্ত্রীর নেতৃত্বে দেশের কৃষকদের বাড়ি বাড়ি বিনা মূল্যে সার পৌছে দেয়া হচ্ছে। পরে দৌলতখান উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার ৯১৪জন কৃষান ও কৃষানীর মাঝে বিনা মূল্যে ৪.৩৯ মেট্রিক টন বীজ ও ২১.০৬ মেট্রিকটন সার বিরতন করা হয়।