শনিবার, ২৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » বঙ্গবন্ধু’র ভাষণ “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে’র” স্বীকৃতি প্রাপ্তিতে তজুমদ্দিনে শোভাযাত্রা ।। লালমোহন বিডিনিউজ
বঙ্গবন্ধু’র ভাষণ “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে’র” স্বীকৃতি প্রাপ্তিতে তজুমদ্দিনে শোভাযাত্রা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তভূক্তির মাধ্যমে “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে’র” স্বীকৃতি প্রাপ্তিতে ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা পালিত হয়েছে। দিনটি উপলক্ষে গতকাল ২৫ সভেম্বর শনিবার সকাল ১০ টায় তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা জালাল উদ্দীনের নেতৃত্বে উপজেলা চত্তর থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের একটি প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্টিত হয়। ব্যানার নিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়া চাঁদপুর সরকারী উচ্চ বিদ্যালয়, ফজিলতুননেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, মোহাম্মদভেলা ওমরিয়া দাখিল মাদ্রাসা, সম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়, সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়, পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়, শিবপুর মাধ্যমিক বিদ্যালয়, চাঁদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, শম্ভুপুর খাসেরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসা, চাঁদপুর মহিলা আলিম মাদ্রাসা, মধ্য আড়ালিয়া রহমানিয়া আলিম মাদ্রাসা, উত্তর চাচড়া ফাজিল মাদ্রাসা, চাপড়ী আলিম মাদ্রাসা, খোসনদী দাখিল মাদ্রাসাসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজের শিক্ষক কর্মচারী ও উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারীরা আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়।