শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » উন্নয়নের মার্কা শুধু নৌকা - এমপি শাওন ।।লালমোহন বিডিনিউজ
উন্নয়নের মার্কা শুধু নৌকা - এমপি শাওন ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন লালমোহন: বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আমি লালমোহনের মানুষের কাছে ঋনি। ২০০১ সালে আমি এখান থেকে নির্বাচন করেছিলাম। আমার জন্য এখানকার নেতাকর্মীরা অনেক পরিশ্রম করেছে। ১৯৯৬ সালে আওয়মীলীগ সরকার গঠনের পর আমি লালমোহনে অনেক রাস্তা করেছি। অনেক উন্নয়ন করেছি। অথচ ২০০১ সালের নির্বাচনে আমাকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। আমার নেতা কর্মীদের উপর নির্যাতন চালিয়েছে। জোর করে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের সেরাজিয়া এলাকায় আব্দুল হান্নান মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সকাল ১১টায় আলহাজ্ব আঃ হান্নান শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। বানিজ্য মন্ত্রী আরো বলেন, আওয়ামীলীগ সরকারের অধীনে নির্বাচনে আসা ছাড়া বিএনপি’র কোন বিকল্প নেই। তানাহলে বিএনপি অস্তিত্ব সংকটে ভুগবে। যারা নির্বাচন ঠেকানোর চিন্তা করেন। তাদের সে স্বপ্ন পুরন হবেনা। আন্দোলনের নামে সন্ত্রাসী করলে জেলে যেতে হবে। বিএনপির নেতৃবৃন্দ বলেন তারা নাকি গণঅভ্যুত্থান ঘটাবেন। টানা হেঁচড়া করে সরকারকে ক্ষমতা থেকে নামাবেন। সাহস থাকলে চেষ্টা করেন। আমরা প্রতিহিংসার রাজনীতি করিনা। বিএনপি সন্ত্রাসী কর্মকান্ড করেছে। যারা জনগনের সুখশান্তি কেড়ে নেয়। তাদের ভোট চাওয়ার অধিকার নেই। আমরা জনগনের জন্য কাজ করি।
তিনি আরো বলেন, লালমোহনকে শাওন সাজিয়েছে। এখানে শাওনের বিকল্প নেই। বোরাহান শাওন সাংগঠনিক দক্ষ লোক। আমি শাওনকে আবারো আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। তাকে ভোটে বিজয়ী করে শেখ হাসিনার হাতে শক্তিশালী করবেন। বোরহান উদ্দিনে মুকুলের বিকল্প নেই। ভোলার নদী ভাঙ্গন রোধে ১৮শত কোটি টাকা এবং অবকাঠামো উন্নয়নে ৪৬৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আমাদের আমলে উন্নয়ন হয়। মেজর হাফিজ পানি সম্পদ মন্ত্রী ছিলেন অথচ নদী ভাঙ্গন রোধে কোন কাজ করেনি। ভোলা সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মকসুদ হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি কবর দিয়েছি। বিএনপির আমলে জোর জুলুম নির্যাতন হয়েছে। আমাদের সময়ে উন্নয়ন হয়। পিছিয়ে পড়া উন্নয়ন বঞ্চিত এ জনপদকে আমি উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তুলেছি। প্রতি বছর তিনি ৫ লক্ষ টাকা মেধাবৃত্তি দেন বলেও উল্লেখ করেন। লালমোহন তজুদ্দিনে উন্নয়নের জোয়ার বইছে। শেখ হাসিনা ক্ষমতা এলেই উন্নয়ন হয়। উন্নয়নের মার্কা শুধু নৌকা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল বলেন, আমরা উন্নয়নের রাজনীতি করি। জনগণের উন্নয়নে কাজ করি। ভোলা সমিতি আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভোলা সমিতির সাধারন সম্পাদক মোঃ সহিদুল হক মুকুল মোল্লা। অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫২ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ, সনদ ও মেডেল তুলে দেন বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। ভোলার মেধাবী ছাত্র ছাত্রীদের লেখাপড়া কল্যানেআলহাজ্ব আঃ হান্নান হাওলাদার নামক শিক্ষাবৃত্তি ভোলা সমিতি বাস্তবায়ন করছে।