বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | তথ্যপ্রযুক্তি | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » রংপুরের একটি কেন্দ্রে ইভিএমে নয়, ডিভিএমে ভোট হবে- ইসি ।। লালমোহন বিডিনিউজ
রংপুরের একটি কেন্দ্রে ইভিএমে নয়, ডিভিএমে ভোট হবে- ইসি ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে যেকোন একটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম নয় ডিজিটাল ভোটিং মেশিন-ডিভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে রংপুরে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক বৈঠকে তিনি এই ঘোষণা দেন।
রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সভা কক্ষে রংপুর সিটি করপোরেশনে নির্বাচনে নিযুক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
এসময় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচন অংশগ্রহনমুলক এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে যা যা করা প্রয়োজন সেটা আমরা করবো। নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। তাই বিধান অনুযায়ী সব কিছু করবো আমরা। মতবিনিময় সভার পরে তিনি রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করেন।
রিটার্নিং কর্মকর্তা সুভাষচন্দ্র সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, নির্বাচন অফিসার আবু সাঈম, কামরুল ইসলাম, সুমি আরা পারভীন, রেজাউল ইসলাম, সামসুল আযম, মাহবুবুর রহমান প্রমুখ।