মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জনগণের মুখোমুখি হচ্ছেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে জনগণের মুখোমুখি হচ্ছেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,জুয়েল সাহা ভোলা :ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন জনগণের মুখোমুখি হচ্ছেন। জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি হিসেবে তিনি লালমোহনের সাধারণ মানুষের সরাসরি প্রশ্নের উত্তর দিবেন। লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে আজ বুধবার সকাল ১১ টায় এ অনুষ্ঠানে কৃষক, শ্রমিক, নারী সমাজসহ সর্বস্তরের মানুষ উপস্থিত থাকবেন। তারা সরাসরি এমপিকে প্রশ্ন করার সুযোগ পাবে। দেশের মধ্যে প্রথম সংসদ সদস্যদের জন্য এই প্রথম লালমোহনেই শুরু হচ্ছে জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠান। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি চ্যানেল আইতে লাইভে প্রচার করা হবে। এর আগেও তিনি সরাসরি ফেসবুক লাইভে স্থানীয় মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কয়েকবার প্রশ্নের উত্তর দিয়েছিলেন। বাংলাদেশে এই প্রথম জনগণেরে মুখোমুখি জনপ্রতিনিধির জবাব দিহিতা মূলক অনুষ্ঠানের আয়োজন নিয়ে ইতো মধ্যে এলাকায় বেশ সারা পড়েছে বিভিন্ন মহলে।