মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ইনতিশার চৌধুরী রাইয়ান গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ইনতিশার চৌধুরী রাইয়ান গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,সাদির হোসেন রাহিম:ভোলার লালমোহন উপজেলাধীন ধলীগৌরনগর ইউনিয়নস্থ ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্লেয়ার্স এসোসিয়েশন, ধলীগৌরনগর এর আয়োজনে “ইনতিশার চৌধুরী রাইয়ান গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহন করেন ভোলা জেলার দুই শক্তিশালি দল পাঞ্চায়েত ক্রিয়া চক্র বনাম চতলা ক্রিয়া চক্র। এসময় চতলা ক্রিয়া চক্র কে হারিয়ে পাঞ্চায়েত ক্রিয়া চক্র জয়লাভ করে।
এসময় আলোচনা সভার মধ্য দিয়ে বিজয়ী দলের মাঝে উপস্থিত অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণ শেষে নাগরিক সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
উক্ত খেলায় ধলীগৌরনগর ইউপি চেয়ারম্যান জনাব হেদায়েতুল ইসলাম মিন্টু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া উপমন্ত্রী জনাব আরিফ খান জয় এমপি, খেলার উদ্বোধক ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন,
বিশেষ অতিথি ছিলেন, ভোলা জেলা প্রশাসক জনাব মোঃ সেলিম, ভোলা জেলা পুলিশ সুপার জনাব মো: মোকতার হোসেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আ’লীগের ভারপাপ্ত সাধারন সম্পাদক জনাব অরুন পাঞ্চায়েত সহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।