শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল আটক, কিছুই জানেনা পুলিশ ।। লালমোহন বিডিনিউজ
ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল আটক, কিছুই জানেনা পুলিশ ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা ।। বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটি ।
ছাত্রদল নেতাদের দাবি, শুক্রবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আকরামকে পল্টন থানার পুলিশ আটক করে মতিঝিল থানায় হস্তান্তর করে। তবে পল্টন ও মতিঝিল থানায় যোগাযোগ করে ছাত্রদল সাধারণ সম্পাদককে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে উত্তরবঙ্গ জাতীয়তাবাদী ফোরামের অনুষ্ঠানের বক্তৃতা করেন ছাত্রদল সাধারণ সম্পাদক আকরামুল হাসান। তিনি আরও বলেন, বক্তৃতা শেষে আকরাম প্রেসক্লাব থেকে বেরিয়ে পল্টনের দিকে রওনা করেন। প্রেসক্লাব থেকে বেরিয়ে সামনের সড়কে আসতেই তাকে পল্টন থানার পুলিশ আটক করে।
আটকের পর ছাত্রদল সাধারণ সম্পাদককে মতিঝিল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে দাবি করেন ছাত্রদল নেতা জাকির হোসেন।
অপরদিকে আকরামুল হাসানকে ‘গ্রেফতার’ করা হয়েছে অভিযোগ করে তার মুক্তির দাবি করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
পল্টন থানায় ফোন করে জানতে চাইলে এ বিষয়ে এখনো কিছু জানেন না বলে জানান ডিউটি অফিসার এসআই নিশাত জাহান। পরবর্তীতে মতিঝিল থানায় জানতে চাইলে কর্তব্যরত এসআই মাহফুজও এ বিষয়ে কিছু জানে না বলে জানান।