শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » টঙ্গীর তুরাগ তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু ।। লালমোহন বিডিনিউজ
টঙ্গীর তুরাগ তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার থেকে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। বিশ্ব ইজতেমার প্রস্তুতি উপলক্ষে আজ বাদ ফজর এ জোড় ইজতেমা শুরু হয়। এতে অংশ নিতে বৃহস্পতিবার রাত থেকে মুসল্লিরা আসতে শুরু করেন।
শুক্রবার ফজর বাদ আলোচনা শুরু হয়েছে। তাবলীগ জামাতের মুরব্বীরা ইজতেমায় বয়ান রাখছেন।
বিশ্ব ইজতেমার মুরুব্বী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জানান, ইজতেমা সুন্দর ও সফল করতে প্রতিবছরের ন্যয় এবারও ৫দিনের জোড় ইজতেমার আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ ফজর থেকে শুরু হয়েছে এই জোড় ইজতেমা।
এবার জোড় ইজতেমায় দেশের ৬৪টি জেলা থেকে সব মিলিয়ে আড়াই থেকে তিন লাখ মুসল্লি অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। কাছের ও দূরের অনেক মুসল্লি জোড় ইজতেমায় অংশ নিতে আগেভাগেই ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন।
এদিকে, বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসক ড.দেওয়ান মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে ভাওয়াল সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি এবং ১৯ থেকে ২১ জানুয়ারি ২০১৮ সালে অনুষ্ঠিতব্য দুই পর্বের বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে করণীয় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
সভায় আয়োজক কমিটির কর্তৃপক্ষসহ জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।