বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | তজুমদ্দিন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন পল্লী বিদ্যুতের এ কেমন ভেলকিবাজি ? শূন্য ইউনিট, ৩৫,১৫০ টাকা বিল ! লালমোহন বিডিনিউজ
লালমোহন পল্লী বিদ্যুতের এ কেমন ভেলকিবাজি ? শূন্য ইউনিট, ৩৫,১৫০ টাকা বিল ! লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : লালমোহন উপজেলার পল্লী বিদ্যুত অফিসের এ কেমন ভেলকিবাজি ? পৌর ৬ নং ওয়ার্ড এলাকার মো: আ: জলিল বেপারী নামের এক গ্রাহকের নভেম্বর মাসের বিল প্রস্তুত করে বিদ্যুৎ কতৃপক্ষ ।
২ অক্টোবর ১৭ইং তারিখে ঐ গ্রাহকের ব্যবহৃত ইউনিট ১৪২২০ এবং ২ নভেম্বর ১৭ইং তারিখে ও তার জন্য প্রস্তুতকৃত বিলে ইউনিট ১৪২২০ অর্থ্যাৎ তিনি বিদ্যুৎ ব্যবহার না করার ফলে তার ব্যবহৃত ইউনিট শূন্য ।
অথচ বিদ্যুৎ কতৃপক্ষ তার শূন্য ইউনিটের জন্য ৩৫,১৫০ টাকার বিদ্যুৎ বিল প্রস্তুত করেছেন এবং তাকে ২ ডিসেম্বরের মধ্যে বিলটি পরিশোধের জন্য সতর্ক করে দেয়া হয়েছে ।
রহস্যময় এ বিলটি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেজবুকে পোষ্ট করেন, ভোলা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও লালমোহন ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী জনাব নুরুননবী সুমন । পোষ্টটি দেখে অনেক গ্রাহক বিদ্যুৎ অফিসের এমন বৈরী আচরণ নিয়ে নিজেদের তিক্ততার কথা তুলে ধরেন ।পল্লী বিদ্যুতের মনগড়া এ বিলটি নিয়ে বর্তমানে যেমন কৌতুহলের সৃষ্টি হয়েছে অন্যদিকে ভীতির সঞ্চার হচ্ছে লালমোহনের গ্রাহকদের মাঝে ।
তাদের (পল্লী বিদ্যুৎ) নানা রকম দূর্নীতি ও খামখেয়ালীপনা নিয়ে বিভিন্ন পত্র পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালগুলোতে ধারাবাহিক সংবাদ প্রচার করা হয়েছে বহুবার । তবু ও থেমে নেই তাদের দূর্নীতি, ফলে তাদের সকল অপকর্ম নিরবে সহ্য করতে হচ্ছে লালমোহনের নিরীহ গ্রাহকগণ কে।
পল্লী বিদ্যুৎ অফিসের এমন বৈরী আচরণ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন লালমোহনবাসী ।