রবিবার, ২৪ মে ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » ভোলার চরফ্যাশনে ডাকাতের হামলায় নিহত-২, আহত-৪
ভোলার চরফ্যাশনে ডাকাতের হামলায় নিহত-২, আহত-৪
চরফ্যাশন সংবাদদাতা : ভোলা : ভোলার চরফ্যাশনের দক্ষিণ ফ্যাশন গ্রামে আ. শহিদ গাজীর বাড়িতে ডাকাতের হামলায় ২ প্রতিবেশী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন গৃহকর্তাসহ ৪ জন।
শনিবার রাতে ডাকাতদের হামলায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এলাকা সূত্র জানায়, দক্ষিণ ফ্যাশন গ্রামের আ. শহিদ গাজী বাড়িতে শনিবার রাত সোয়া ১২টায় একদল ডাকাত আক্রমন করে। ডাকাতের আক্রমনে আহত হয় গৃহকর্তা আঃ শহিদ গাজী(৫০), রুবেল(২২) ও মোমিন আলী গাজী(৮০)। এ সময় বাড়ির লোকজনের ডাকচিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এগিয়ে আসলে ডাকাতরা প্রতিবেশী জাকির হোসেন(৩০), আলাউদ্দিন(২৮) ও লিটনকে কুপিয়ে আহত করে।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে আনলে গুরুতর আহত জাকির হোসেন হাসপাতালেই মারা যায়।
হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুফিয়ার রহমান জানান, অবস্থার অবনতি দেখে গুরুতর আহত আলাউদ্দিন(২৮) ও লিটনকে(২৭) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে নেয়ার পথে আলাউদ্দিন মারা যায়।
অপর গুরুতর আহত লিটন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে ডা. সুফিয়ার রহমান জানিয়েছেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।