বুধবার, ১৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » লঘুচাপ: হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা ।। লালমোহন বিডিনিউজ
লঘুচাপ: হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার কারণে ঢাকা, খুলনা, রাজশাহী এবং বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বুধবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল থেকে শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টিপাতের প্রবণতা আগামীকাল সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে আগামী ৭২ ঘন্টায় তাপমাত্রা স্বাভাবিকভাবে কমে যাবে এবং শীতের প্রকোপ বাড়তে পারে।