মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে আইসিটি পরিচালক শুভরাজের ঘরে দূর্ধর্ষ চুরি।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে আইসিটি পরিচালক শুভরাজের ঘরে দূর্ধর্ষ চুরি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,সাদির হোসেন রাহিম : আমার এমপি ডটকমের ভোলা-৩ আসনের এম্বাসেডর ও নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ প্রোগ্রামের প্রধান পরিচালক নজরুল ইসলাম (শুভ রাজ) এর বসত ঘরে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শুভরাজের বসবাসরত চৌধুরী বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
শুভরাজের ছোট ভাই হাসনাইন জানান, রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় চোরদের একচি চক্র ঘরের পিছনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় তারা ঘর থেকে আমাদের দলিল পত্র, সার্টিফিকেট ও প্রয়োজনীয় কাগজ পত্র সহ ১ ভরি স্বর্ণের একটি চেইন, ৩ টি আংটি, কানের ১ জোড়া ঝুমকা, ১ টি ল্যাপটপ, নগদ ত্রিশ হাজার টাকা নিয়ে যায়। পরে আমরা টের পেয়ে উঠে দেখি আমাদের পিছনের দরজা ভাঙ্গা। তখন বুঝতে পারি আমাদের ঘর চুরি হয়েছে। একই রাতে বাড়ীর আরো ৫ থেকে ৬ টি ঘরে ওই চোর চক্র হানা দিয়ে প্রায় অর্ধ লক্ষ টাকা নিয়ে যায়।
এ ঘটনায় শুভরাজের ছোট ভাই হাসনাইন বাদী হয়ে লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরী করেন।