রবিবার, ১২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » কথায় কথায় নালিশ করা বিএনপির পুরনো অভ্যাস- ওবায়দুল কাদের
কথায় কথায় নালিশ করা বিএনপির পুরনো অভ্যাস- ওবায়দুল কাদের
লালমোহন বিডিনিউজ, ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতাকর্মীদের বাধা দিচ্ছে কে? এটা খতিয়ে দেখতে হবে। অতীতে আমরা যখন এসব অভিযোগের খোঁজ-খবর নিয়ে দেখি, তখন অনেক সময় দেখা যায়, এসব অভিযোগের বাস্তব কোনো ভিত্তি নেই। আসলেই কথায় কথায় নালিশ করা বিএনপির পুরনো অভ্যাস। বিএনপি নিজেরাই নিজেদের বাধা দেয়। আজ রোববার জাতীয় সড়ক পরিবহন নিরাপত্তা কাউন্সিলের সাধারণ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী আরও বলেন, সমাবেশে জনভোগান্তি হবেই, এটাকে সহনীয় মাত্রায় রাখা রাজনৈতিক দলের দায়িত্ব।
কিন্তু আজকে তো সহনীয় মাত্রায় নেই। মাত্রা অতিক্রম করে এখন রাস্তা অচল হয়ে গেছে।