রবিবার, ১২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ১২ নভেম্বর কে উপকূল দিবস ঘোষনার দাবিতে তজুমদ্দিনে র্যালী ।। লালমোহন বিডিনিউজ
১২ নভেম্বর কে উপকূল দিবস ঘোষনার দাবিতে তজুমদ্দিনে র্যালী ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : আজ ভয়াল ১২ নভেম্বর, উপকূলবাসীর কান্না ঝরানো সেই দিন। ১৯৭০ সালের ১২ই নভেম্বর “ভোলা সাইক্লোন” দুর্যোগের ঝড়-জলোচ্ছ্বাসে প্রাণ যায় প্রায় ৬ লক্ষ মানুষের। তার মধ্যে তজুমদ্দিন ও মনপুরার প্রান হারায় প্রায় ৭৭ হাজার মানুষ। তাই এ দিন কে স্মরনীয় করে রাখতে তজুমদ্দিন প্রেসক্লাবের আয়োজনে ১২ নভেম্বর কে উপকূল দিবস ঘোষনার দাবিতে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে র্যালী, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি ও আলোচনা সভা। উক্ত র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ ও তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন সুমন, সম্পাদক এম নুরুন্নবী সহ প্রেস ক্লাবের সকল সাংবাদিক ও তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের প্রভাষকগণ সহ সকল শিক্ষার্থীবৃন্দ।