শনিবার, ১১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,মিজানুর রহমান লিপু : লালমোহন উপজেলা আওয়ামী-যুবলীগের উদ্যোগে যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
শনিবার সন্ধ্যায় থানা মোড়স্থ আওয়ামীলীগ অফিসে উপজেলা যুবলীগের সভাপতি আলহজ্ব¦ ইমাম হোসেন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে আগামী নির্বাচনে যুবলীগের নেতাকর্মীদের নৌকার বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনাকে আবারো বাংলার মসনদে বসাতে সবার প্রতি আহবান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ হান্নান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হাসান রিমন, উপজেলা যুবলীগের সহ সভাপতি হারুনর রশিদ, অধ্যাপক মিজানুর রহমান লিপূ,বদিউজ্জমান বাদল,যুগ্ম সম্পাদক শাহাজাদা পঞ্চায়েত,মাসুম, মঞ্জু মাষ্টার সহ উপজেলা যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ ।
উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের যুবলীগের সভাপতি, সম্পাদক, আহবায়ক, ও যুগ্ম আহবায়ক বৃন্দ।
আলোচনা শেষে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি সহ ১৫ই আগষ্টে ঘাতকদের হাতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু সহ সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
এছাড়াও লালমোহন পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হেসেন মেহের ও সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বর্ষিকীর কেক কাটা সহ বিভিন্ন কর্মসুচী পালন করা হয়।