শনিবার, ৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ৪৬ তম জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভা।।লালমোহন বিডিনিউজ
ভোলায় ৪৬ তম জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি:“সমবায় ই শক্তি, সমবায়-ই মুক্তি” এ স্লোগানকে সামনে রেখে ভোলায় ৪৬ তম জাতীয় সমবায় দিসব পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিনের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের গিয়ে শেষ হয়। পরে সেখানে ভোলা সমবায় ব্যাংকের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মোহা. সেলিম উদ্দিন সকলকে সমবেত হয়ে কাজ করার আহবান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন, সমবায় কর্মকর্তা আল-আমিনসহ আরও অনেকে।
এছাড়াও ভোলার সাত উপজেলায় ৪৬ তম সমবায় দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।