শনিবার, ৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » রাজধানী | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ঢাকাস্থ লালমোহন ছাত্রছাত্রী কল্যাণ সমিতির॥সৌখিন সভাপতি, রায়হান সম্পাদক ॥লালমোহন বিডিনিউজ
ঢাকাস্থ লালমোহন ছাত্রছাত্রী কল্যাণ সমিতির॥সৌখিন সভাপতি, রায়হান সম্পাদক ॥লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, রিপন শান :“আমরা আনিব রাঙ্গা প্রভাত”- এই প্রত্যয়ে ঢাকায় পড়ুয়া দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলার মেধাবী ছাত্রছাত্রীদের সংগঠন ঢাকাস্থ লালমোহন থানার ছাত্রছাত্রী কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০১৭-১৮ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্ঠা ১১৭, ভোলা-৩ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির নির্দেশনা মোতাবেক সম্প্রতি (২৮ অক্টোবর ২০১৭) রাজধানীর সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে অত্যন্ত সুস্থ সুন্দর মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সভাপতি ও সাধারন সম্পাদক পদের এই সোহার্দপূর্ণ নির্বাচন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের বাংলা প্রভাষক লালমোহন উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সম্পাদক কবি রিপন শান। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন সমিতির সাবেক সভাপতি শামীম হোসেন, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মাকসুদ রানা মিঠু. সাবেক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপনাট্য ও বিতর্ক সম্পাদক মফিজুল ইসলাম জুয়েল, সাবেক সভাপতি আবুল খায়ের উজ্জল, সাবেক সম্পাদক সামাদ আজাদ জুলফিকার, সাবেক সভাপতি প্রভাষক জোবায়ের আহম্মেদ, সাবেক সম্পাদক আরিফুর রহমান তালুকদার, বিদায়ী সভাপতি মোহাম্মদ আলী সবুজ, বিদায়ী সম্পাদক মোঃ সুমন মিয়া প্রমুখ। নির্ধারিত দিনে বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণে মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী লিটন শান, সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দেওয়ান আলিমুদ্দিন শিশির, বর্তমান সভাপতি আশ্রাফুল হাসান লিনাজ। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক আ.ন.ম শাহজামাল দুলাল, পৌর আওয়ামীলীগ নেতা মনজু তালুকদার প্রমুখ। সমিতির বিদায়ী কমিটির ৮১ সদস্য বিশিষ্ট ভোটারের মোট ৭৬ জন তাদের পছন্দের প্রার্থীকে গোপন ব্যালটে গোপন বুথে ভোট প্রদান করেন। এতে ৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ঢাকা কলেজের মেধাবী ছাত্র শহিদুল ইসলাম সৌখিন। সর্বোচ্চ ৪৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোঃ রায়হান কবির। ঐ দিন বিকাল ৫ টা ১৫ মিনিটে ঢাকাস্থ লালমোহন থানা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির নির্বাচনী ফলাফল ঘোষনার পরপরেই নব-নির্বাচিত সভাপতি সম্পাদক এবং নির্বাচন কমিশনের সকল সদস্য ও সমিতির উপদেষ্টামণ্ডলী সমিতির প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির বাসভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে তাঁকে পুষ্পমাল্যে ভুষিত করেন। নব নির্বাচিত সভাপতি সম্পাদক এবং নির্বাচন কমিশনের সকল সদস্যের সাথে পরামর্শ করে সমিতির বাকী পদগুলো একটিভ ও সাংগঠনিক মনোবল সম্পন্ন ছাত্রছাত্রীদের দিয়ে পূরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।