শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ক্ষমতার লোভে ইসলামী আন্দোলন কারো সাথে জোটে যাবে না -মুফতি ফয়জুল করিম।।লালমোহন বিডিনিউজ
ক্ষমতার লোভে ইসলামী আন্দোলন কারো সাথে জোটে যাবে না -মুফতি ফয়জুল করিম।।লালমোহন বিডিনিউজ
লঅলমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলামের স্বার্থ রক্ষা করার জন্য ইসলামী আন্দোলন সকল ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ইসলামরে স্বার্থ বিহীন যদি এমপি ও মন্ত্রীত্বের লোভ দেখানোও হয় তবু আমরা কারো সাথে জোটে যাবো না। আমরা তা প্রত্যাখ্যান করব।
তিনি আওয়মী লীগ, বিএনপিসহ অন্যান্য জোটে থাকা ইসলামী দলগুলোর উদ্দেশ্যে বলেন, যদি তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তবে এগুলো থেকে বেরিয়ে এসে সকল দলের অংশগ্রহনে একটি ইসলামী ঐক্যজোট গঠন করুক। এবং হক্কানী ওলামায়ে কেরাম যে শর্ত-শরায়েত দিবে সে অনুযায়ী যে কোনো দলের সাথে ইসলামের স্বার্থ রক্ষায় জোট করতে আমাদের কোনো বাঁধা নাই। তবে ইসলামের স্বার্থ বিহীন ক্ষমতার লোভে কোনো দলের সাথে জোট করা যাবে না।
মঙ্গলবার দুপুরে ভোলার চরফ্যাশনে ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত এক ওলামা-মাশায়েখ সমাবেশে আলেমদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলনের এ নেতা জাময়াত ইসলামের সমালোচনা করে বলেন, জামায়াত ইসলাম যে ইসলামী দল নয় এ কথা অনেক আগেই বাংলাদেশের সকল হক্কানী আলেম বলেছেন। জাময়াত ইসলাম ইসলামী দল হতে পারে না, ইসলামের নামের দল। ইসলাম নাম হলেই ইসলামী দল হয় না। জাময়াত ১৯৪৭ সাল থেকে স্বাধীনতা সংগ্রামেও বাংলাদেশের বিরোধীতা করেছে। এছাড়াও তাদের প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিলো ভুল। তারা ইসলাম নাম দিয়ে সব সময় আলেমদের সমালোচনায় ব্যস্ত ছিলো।
তিনি জাময়াত ইসলামের উদ্দেশ্যে বলেন, আপনারা বারবার ভুল করেছেন। কৌশল আর শক্তি দিয়ে ইসলাম কায়েম হয় না। আপনারা চাইছেন কৌশল আর শক্তি দিয়ে ইসলাম কায়েম করবেন, কিন্তু সেটা ছিলো আপনাদের ভুল ধারণা। ইসলাম কায়েমের জন্য আল্লাহর রহমত ও সাহায্য প্রয়োজন।
চরফ্যাশন জনতা বাজার জামে মসজিদের খতিব মাওলানা ফারুকুজ্জামান এর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, চর্যফাশন কেন্দ্রীয় খাশমোহল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল খালেক, ইত্তেহাদুল ওলাইল মাদারিসের জেলা সভাপতি মাওলানা মো. আনাস, ইসলামী আন্দোলন ভোলা জেলা (দক্ষিণ) এর সভাপতি হাজী আলাউদ্দিন, কর্তারহাটের পীর সাহেব মাওলানা হেমায়েত উদ্দিন, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মাওলানা আ. রাজ্জাক, ভোলা-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মোসলেহ উদ্দিন, ভোলা-৪ আসনের প্রার্থী এ্যাডভোকেট মাওলানা মহিব্বুল্লাহ প্রমুখ।