বুধবার, ১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে মটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে মটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার এওয়াজপুর ৪নং ওয়ার্ডের আঃ রাজ্জাকুল ইসলাম কালু মিজী (৬৫) নামের এক বৃদ্ধ মটরসাইকেল ধাক্কায় নিহত হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে এ দূর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
স্থানীয়রা আরো জানান, নিহত কালু মিজী বাড়ির পাশে মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে বাড়ি যাচ্ছিলেন পেছন দিকে থেকে আশা দ্রুতগামী একটি মটরসাইকেল তাকে ধাক্কা দেয়, এতে সে গুরুতর আহত হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত ডাঃ তাকে মৃত ঘোষনা করেন। ঘাতক চালক মটরসাইকেলটি রেখে পালিয়ে যায়।
শশীভূষন অফিসার ইনচার্জ(ওসি) হানিফ সিকদার এ তথ্য নিশ্চিত করেন।