সোমবার, ৩০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » ভোলায় মৃত গরুর মাংস দিয়ে তৈরী হচ্ছে হালিম, চটপটি ! লালমোহন বিডিনিউজ
ভোলায় মৃত গরুর মাংস দিয়ে তৈরী হচ্ছে হালিম, চটপটি ! লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : হালিম,পায়া চটপটি কার না প্রিয়? আমরা নিজেরা যেমন এ খাবারটিকে মুখরোচক করে খাই পাশাপাশি আমাদের শিশু সন্তানদের জন্য সংগ্রহ করি।
কিন্তু এ মুখরোচক খাবারের মাংসগুলোর উৎস কোথায় কেউ কি কখনো ভেবেছেন?
চরফ্যাশন পৌর এলাকার আনাচে কানাচে এসকল হালিম ও চটপটি’র দোকানে মৃত গরুর মাংস প্রদান করতো পৌর ০৪ নং ওয়ার্ড এলাকার আলমগীর গাজীর ছেলে কসাই আরিফ ।
গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আকতারুল আলম সামু ও পৌর ৩ - ৫ ওয়ার্ডের কাউন্সিলর সিরাজ আকবর হাওলাদার কসাই আরিফ এর বাসায় অভিযান চালিয়ে ফ্রিজ থেকে মরা গরুর জবাইকৃত মাংস উদ্ধার করেন।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে চরফ্যাশন বাজার ফ্যাসনস্কয়ার ও এর প্বার্শবর্তী এলাকার সকল চটপটি,হালিম এর দোকান ছিলো বন্ধ করে দেওয়া হয়েছে।