মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ডিবি পুলিশের অভিযান ৫কাটুন মদ সহ মা কফি হাউজের হাবিব গ্রেফতার।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ডিবি পুলিশের অভিযান ৫কাটুন মদ সহ মা কফি হাউজের হাবিব গ্রেফতার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে অভিযান চালিয়ে পাঁচ কাটুন মদ সহ একজন কে আটক করে ভোলা ডিবি পুলিশ। আজ ২৪ অক্টোবর মঙ্গলবার সন্ধায় বাজারের ভুমি অফিসের সামনের সদর রোডের মা কফি হাউজে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে দোকানের মালীক বদরপুর ইউনিয়নের ৯নং (নবীনগর)ওয়ার্ডের মোঃ হোসেনের ছেলে হাবিবকে(২৪) কে পাচঁ কার্টন মদ সহ আটক করা হয়। বর্তমানে পুলিশ তাকে লালমোহন থানায় নিয়ে আটককৃত মালের সিজার লিষ্ট করছে বলে জানাযায় । সিজার লিস্টের পরে আরো বিস্তারিত আসছে……….