সোমবার, ২৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও ।। লালমোহন বিডিনিউজ
যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার পাগলা গ্রামে জঙ্গি সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার রাতে ওই বাড়িটিতে জঙ্গি রয়েছে সন্দেহে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘেরাও করে বলে জানা গেছে।
এসময় জঙ্গি সন্দেহে বাড়ির মালিক মোজাফফরকে আটক করা হয়।
যশোর পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানিয়েছেন, ওই বাড়িতে প্রচুর পরিমাণ বিস্ফোরক দ্রব্য রয়েছে। এটি জঙ্গিদের একটি ঘাঁটি। বাড়িটির মালিক মোজাফফর হোসেন।
তিনি আরো বলেন, বাড়ির মালিক মোজাফফরকে আটক করা হয়েছে।