রবিবার, ২২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় শিশু নিওমোনিয়ার চরমে, হাসপাতালের ফ্লোরেও চলছে রোগীরা চিকিৎসা ।।লালমোহন বিডিনিউজ
মনপুরায় শিশু নিওমোনিয়ার চরমে, হাসপাতালের ফ্লোরেও চলছে রোগীরা চিকিৎসা ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সীমান্ত হেলাল, মনপুরা : ভোলার মনপুরায় লাগাতার বৃষ্টি, সাগরে সৃষ্ট নিম্মচাপ ও ঠান্ডা আবহাওয়ার প্রভাবে শিশু নিওমোনিয়ার প্রকোপ চরম আকার ধারন করেছে। গত ৩ দিনে শতাধিক নিওমোনিয়া আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ৪৭ জন রোগী ভর্তি রয়েছে। যার মধ্যে ৩৪ জনই নিওমোনিয়া আক্রান্ত শিশু রোগী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কাগজে কলমে ৫০ আর বাস্তবে ৩১ শয্যা হওয়ায় বেড সংকটের কারনে ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। বেড তো দুরে থাক ফ্লোরে জায়গা না পেয়ে অনেকে বাড়ি চলে গেছেন। এছাড়া জনবল সংকট থাকায় লক্ষাধিক মানুষের স্বাস্থ্য সেবায় ১ জন ডাক্তার দিয়ে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি।
এছাড়া হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ও শিশুদের নিওমোনিয়ার ঔষধসহ বিভিন্ন ঔষধ হাসপাতালে না থাকায় বাধ্য হয়ে বাহির থেকে কিনতে হচ্ছে।
জানা জায়, হাসপাতালটি স্থাপনের প্রথম থেকে ৩১ শয্যা বিশিষ্ট ছিলো। পরবর্তীতে ২০১৪ সালে এটি ৫০ শয্যায় উন্নিত করা হয়। ৫০ শয্যা হাসপাতালের জন্য নতুন ভবন নির্মান করা হয়। অনুমতি না থাকা স্বত্তেও নতুন ভবনটি চালু করে জনবল সংকটের অজুহাতে বর্ধিত ভবনের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন ভবন চালু থাকাকালীন বেডের কোন সংকট ছিলোনা। সেটা বন্ধ করার পর রোগীদের বেডের সংকট দেখা দিয়েছে। বর্তমানে হাসপাতালটি ৩১ শয্যা হলেও এতে মোট বেড রয়েছে ২৬ টি। বাকী বেডগুলো অকেজো থাকায় রোগীরা ফ্লোরে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এব্যাপারে দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম পলাশ জানান, হাসপাতালটি ৩১ শয্যার হলেও প্রতিদিন আউটডোরে প্রায় ২ শত রোগী চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি প্রতিদিন ৫০/৬০ জন রোগী ভর্তি হচ্ছেন। যার ফলে হাসপাতালে ঔষধ ও বেডের সংকট দেখা দিচ্ছে। এছাড়া জনবল সংকটের কারনে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।