রবিবার, ২২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বাজারে ভয়াবহ অগ্নিকান্ড।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বাজারে ভয়াবহ অগ্নিকান্ড।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: লালমোহনে বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে । রাত ৩টার দিকে বিদুৎ সট সারকিট থেকে এ অগ্নিকান্ড উৎপত্তি হয় ।
যানাযায় লালমোহন বাজারের ব্যবসায়ী স্বদেশী মোস্তফার মালের ঘুদামে এ অগ্নিকান্ড ঘটার পর । বাজারের পাহারাদাররা দেখে মাইকের মাধ্যমে সবাইকে অবগত করে।
ফায়ার সার্ভিস সহ ,পুলিশ ,রাজনীতীবিদ সবাই উপস্থিত রয়েছে । আগুন এখনো নিভানো সম্বভ হয়নি ।
তবে শুধু স্বদেশী মোস্তফার মালের ঘুদামে এ অগ্নিকান্ড রয়েছে ।