শনিবার, ২১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » টানা ৩দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে দিশেহারা লালমোহনের ব্যবসায়ীরা।।লালমোহন বিডিনিউজ
টানা ৩দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে দিশেহারা লালমোহনের ব্যবসায়ীরা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে টানা ৩ দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে দিশেহারা হয়ে পরেছেন ব্যবসায়ীরা । তিন দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে বাজারের ভিবিন্ন স্থান পানিতে ডুবে রয়েছে ।
জোয়ারের পানিতে লালমোহন বাজারের খাল পাড় দিয়ে খাদ্য ঘুদাম , ব্যবসায়ীদের মালের ঘুদাম, ব্যবসায়িক দোকান সহ রাস্তাঘাট সব পানিতে ডুবে ঘরের মধ্যেও পানি এসে পরেছে ।
পানির গতি এখনো পযন্ত হু হু করে বাড়ছে
বাজারের সকল ব্যবসায়ীরা তাদের মালমাল নিয়ে ব্যাপক চিন্তিত হয়ে পরেছেন , এভাবে পানি বাড়তে থাকলে খুব তাড়াতারি লালমোহন মধ্য বাজারের দোকানে ও পানি ডুকার সম্বাবনা রয়েছে ।