বৃহস্পতিবার, ২১ মে ২০১৫
প্রথম পাতা » রাজধানী | শিরোনাম | সর্বশেষ » বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্থল সীমান্ত চুক্তি অনেক আগেই বাস্তবায়ন হতো প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্থল সীমান্ত চুক্তি অনেক আগেই বাস্তবায়ন হতো প্রধানমন্ত্রী
সোহেল ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তির জন্য ৪০ বছর ধরে বাংলাদেশকে অপেক্ষা করতে হতো না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধু বেচে থাকলে অনেক আগেই এ চুক্তি বাস্তবায়ন হতো।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে এফবিসিসিআই।
প্রধানমন্ত্রী বলেন, ছিটমহলবাসীদের দুর্দশার কথা চিন্তা করে বঙ্গবন্ধু ক্ষমতায় থাকাকালে এ চুক্তির উদ্যোগ নিয়েছিলেন। সেটা পঁচাত্তরের কালরাত পরবর্তী দুঃসময়ে বাস্তবায়ন হয়নি। এখন আমরা তার সেসব পদক্ষেপ বাস্তবায়ন করছি।
স্থল সীমান্ত চুক্তি সম্পাদনে সংবিধান সংশোধন করে এটি অনুমোদন দেয়ায় ভারতকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।