বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » আজ লালমোহনে আসছেন না স্বরাষ্ট্রমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
আজ লালমোহনে আসছেন না স্বরাষ্ট্রমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মিজানুর রহমান লিপু : ভোলার লালমোহনে বৃহস্পতিবার থানা ভবন উদ্বোধন করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর আগমনের কথা থাকলেও তিনি দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আসতে পারবেন না বলে জানানো হয়েছে।
তাঁর আগমনে উপলক্ষ্যে লালমোহনের বিভিন্ন আওয়ামী লীগের রাজনৈতিক মহলে আনন্দ বিরাজ করেছিল। তার আগমনে লালমোহন সেঁজেছিলো নতুন সাঁজে। স্বরাষ্ট্রমন্ত্রীর না আসার বার্তাটি সকলের আনন্দ বিলীন করে দিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে হঠাৎ করেই আবহাওয়া খারাপ হওয়ার কারণে তিনি আসতে পারবেন না বলে জানিয়েছে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি। তার আদেশ ক্রমে সভা স্থলের মাইক থেকে বার বার তিনি না আসার বার্তাটি বলা হচ্ছে।