বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কমিউনিটি ক্লিনিকে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে কমিউনিটি ক্লিনিকে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ ,লালমোহন প্রতিনিধি : “পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ” এই স্লোগানকে ধারণ করে ভোলার লালমোহনে কমিউনিটি ক্লিনিকে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি মুজাফ্ফর মিয়া বাড়ি ক্লিনিক থেকে বের হয়ে মিয়ারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার ক্লিনিকের সামনে এসে শেষ হয়। ১৮ অক্টোবর বুধবার সকাল ১০ টায় উপজেলার লালমোহন সদর ইউনিয়নের মুজাফ্ফর মিয়া বাড়ি কমউিনিটি ক্লিনিকে ইউএসআইডির সহায়তায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিতাস বাংলাদেশের ইউএসএআইডি’র ইনকা প্রকল্পের লালমোহনের ফিল্ড সুপারভাইজার মোঃ আহসান হাবিব, ক্লিনিকের সহ-সভাপতি আবুল কাশেম মিয়াসহ প্রমূখ।
এসময় আহসান হাবিব বলেন, আমরা যেইভাবে হাত ধুই, সেইভাবে হাত ধোয়া সঠিক নয়। আজ বিশ্ব হাত ধোয়া দিবস থেকে আপনার হাত ধোয়ার সঠিক নিয়ম জেনে যাবেন। যা আপনাদের শিশু এবং পরিবারের সকলের জন্যই মঙ্গলময়।
আলোচনা সভা শেষে সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিশ্ব হাত ধোয়া দিবস আপনাদের পরিবারের সকলকে রোগ প্রতিরোধ করতে সহয়াতা করবে। তিনি কমিউনিটি ক্লিনিকে যে টিপি ট্যাব তৈরী করেছেন, সেভাবে উপস্থিত সদস্যদেরকে টিপি ট্যাব তৈরীর পদ্ধতি দেখিয়েছেন। এবং তা নিজ নিজ বাসায় রাখার অনুরোধ করেছেন।
এ আলোচনা সভার মাধ্যমে এলাকার ৪০ জন মহিলাকে কিভাবে সুন্দর ও স্বাস্থকরভাবে হাত ধোঁয়ার নিয়ম শেখানো হয়েছে।