বৃহস্পতিবার, ২১ মে ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » ভোলার মনপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ টি কক্ষে ৪ শতাধিক শিক্ষার্থীর পাঠদান
ভোলার মনপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ টি কক্ষে ৪ শতাধিক শিক্ষার্থীর পাঠদান
মনপুরা সংবাদদাতা: ভোলার মনপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪ শতাধিক ছাত্র-ছাত্রীর পাঠদান চলছে টিনশেডের ঘরের ১ টি কক্ষে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদানে ২ জন শিক্ষক। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ।
জানা যায়, মনপুরার মূল ভূ-খন্ডের বিদ্যালয়টি মেঘনার ভাঙ্গনে বিলীন হয়ে ২০১২ সালের জানুয়ারী মাসে বিদ্যালয়টি কলাতলীর চরের হিন্দু কলোনীর পাশে ও অফিস খালের পাশে পুনঃস্থাপন করা হয়।
সরেজমিনে কলাতলীর চরে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টি ভাঙ্গাচোরা একটি টিনসেড ঘরের একটি কক্ষে পাঠদান চলছে ৪ শতাধিক ছাত্র/ছাত্রীর। প্রাক প্রাথমিক থেকে শুরু করে ৫ম শ্রেনীসহ সকল ক্লাসের পাঠদান চলছে একই কক্ষে। মোঃ জসিম ও মাহবুবুল আলম এই দুই শিক্ষক পাঠদান করাচ্ছে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে ৫ম শ্রেণী পর্যন্ত। এছাড়াও বিদ্যালয়টিতে নেই টয়লেট ও টিউবওয়েল। টয়লেট না থাকায় প্রকৃতির ডাকে সাড়া দেয় খোলা মাঠে।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শিমু, রহিমা , বিলকিস, কাজল, করিম, শাকিল প্রতিবেদককে বলেন, ‘ আমরা পড়ালেখা কইরা মানুষ হমু, তাই কষ্ট কইরা স্কুলে পড়তে আসি’ ‘স্যার আমনেরা আমাগো লাইগা একটা বিল্ডিং কইরা দেন না’। এভাবে বলতে থাকে চরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মনপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বে থাকা প্রধান শিক্ষক মোঃ জসিম জানান, আমরা ২ জন শিক্ষক বিদ্যালয়টিতে খুব কষ্টে পাঠদান করে যাচ্ছি। শিক্ষা অফিস ইচ্ছে করলে শিক্ষক সংকট দূর করতে পারে। বিদ্যালয় ভবন ছাড়াও টিউবওয়েল ও টয়লেট সমস্যা রয়েছে।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান জানান, বিষয়টি আমরা অবগত আছি। ভবনের প্রস্তাবনা করা হয়েছে। স্কুলের নামে একটি টিউবওয়েল বরাদ্ধ দেওয়া আছে।