রবিবার, ১৫ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পাঁচ দফা দাবিতে ঔষধ কোম্পানি সংগঠন ফারিয়ার মানববন্ধন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে পাঁচ দফা দাবিতে ঔষধ কোম্পানি সংগঠন ফারিয়ার মানববন্ধন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলা লালমোহনে ঔষধ কোম্পানির সংগঠন ফারিয়া শান্তিপূর্ন মানববন্ধন পালন করেন।
রবিবার সকাল ১০ টায় লালমোহন চৌরাস্তার মোড় এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঔষধ কোম্পানীর প্রতিনিধীরা তাদের কাজের সুষ্ঠ পরিবেশ তৈরীর লক্ষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক একটি সুনির্দিষ্ট নীতিমালার দাবীতে সারা দেশের ন্যায় ভোলা লালমোহন ও শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী পালন করেন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসেসিয়েশন কম্পানির সংগঠন (ফারিয়া)।
এ সময় সংগঠনের নেতারা তাদের বক্তব্যে ৫ দফা দাবী তুলে ধরেন। দাবী সমুহ:- সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারন।
বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য বজায় রেখে টি/এ,ডি/এ ও অন্যান্য ভাতাদি প্রদান।
চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধান সহ একটি সু-নির্দিষ্ট নীতিমালা প্রনয়ন।
সংগঠন ‘ফারিয়া’ কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান।
সাপ্তাহিক ছুটি সহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুননবী চৌধুরী শাওন এমপি। আরো উপস্থিত ছিলেন ফারিয়ার সভাপতি হুমায়ুন কবির হাওলাদার, সেক্রেটারি নয়ন কুমার ঘোষ সহ লালমোহন ফারিয়ার সকল সদস্যবৃন্দ।