সোমবার, ৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় বিদ্যুৎ স্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু ।। লালমোহন বিডিনিউজ
ভোলায় বিদ্যুৎ স্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, জুয়েল সাহা ভোলা : ভোলার ইলিশায় বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়ে মোঃ বিল্লাল (১১) নামে এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিল্লাল একই এলাকার মল্লিক ব্যাপারীর ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, বিল্লাল স্কুল থেকে বাড়ি এসে তাদের মটারের তার মেরামত করছিল ওই সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়েছে। ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।