শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন,নাছোরবান্দা লালমোহনের জেলেরা।।লালমোহন বিডিনিউজ
ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন,নাছোরবান্দা লালমোহনের জেলেরা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : মা ইলিশ নিধণ রোধে প্রশাসনের কঠোর নজরদারী উপেক্ষা করে নদীতে মাছ শিকারের চেষ্টা করছে লালমোহন উপজেলা জেলেরা ।
শুক্রবার উপজেলার বদরপুর ইউনিয়ন এলাকায় তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের জন্য কিছু অসাধু জেলে নদীতে নেমেছে ।
সংবাদ পেয়ে লালমোহন থানা পুলিশ নদীতে অভিযান চালিয়ে চার গোছা জালসহ (আনুমানিক দ্ইু হাজার মিটার) একটি দাঁড় নৌকা আটক করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তেতুলিয়া নদীতে কয়েকটি দাঁড় নৌকা নিয়ে জেলেরা মাছ ধরার জন্য নদীতে জাল ফেলে চর এলাকার ধানের চারার আড়ালে লুকিয়ে রয়েছে । প্রশাসন আসার খবর পেয়েই তারা বিভিন্ন দিক চুটোছুটি করে পালিয়ে যেতে সক্ষম হয় ।
অবশেষে লালমোহন থানা পুলিশের একটি চৌকশ দল নদী থেকে নিজেরাই জাল টেনে তুলে এবং জেলেদের ধাওয়া করে একটি নৌকা আটক করে ।
পরবর্তীতে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো: শামসুল আরিফ এর আদেশে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং আটক নৌকাটি স্থানীয় চৌকিদার আলী আহমদ এর হেফাজতে রাখা হয় ।