মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে সুদের টাকার জন্য জেলেকে পিটিয়ে হত্যা ।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে সুদের টাকার জন্য জেলেকে পিটিয়ে হত্যা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি: সুদ বর্তমান সমাজে ক্যান্সার আকার ধারন করেছে ।
কিছু কিছু অসাধু বিত্তশালী সুদকে ব্যবসা হিসেবে বেছে নিয়ে নিন্মবিত্ত মানুষের সর্বস্ব লুটে নিচ্ছে ।
তেমনি সুদের মাত্র ১০০ টাকার জন্য টাকার জন্য সুদি ব্যবসায়ী করিম ঢালি কতৃক মো. নুরে আলম মাঝি (৪৫) নামের এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত জেলের স্ত্রী বিবি কুলছুম জানান, তার স্বামী নুরে আলম একই এলাকার করিম ঢালির কাছ থেকে ৫০০ টাকা সুদের উপর নেয়। কিছুদিন পর তাকে মূল ৫০০ টাকা পরিশোধ করে দেয় কিন্তু সেই টাকার সুদ বাবদ ১০০ টাকা না পেয়ে সোমবার দুপুর ১টার দিকে চরফ্যাসনের চরমানিকা ৫নং ওয়ার্ডের খালেক ফরাজী বাড়ীর দরজার বেড়ীর উপর নুরে আলমকে গতিরোধ করে সুদের টাকা দিতে বলে করীম ঢালী । নুরে আলম টাকা দিতে পারবেনা বললে তাকে এলোপাথারি মারধর করতে থাকে সুদি ব্যবসায়ী । এক পর্যায়ে নুরে আলমকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিলে অপর দিক থেকে আসা একটি ব্যাটারী চালিত অটো রিক্সার সাথে ধাক্কা লেগে মাথায় মারাত্মক জখম ও রড ঢুকে যায় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দক্ষিণ আইচা হাসপাতালে নিয়ে যায়। নুরে আলমের অবস্থা গুরুতর দেখে দক্ষিন আইচা হাসপাতাল থেকে চরফ্যাশন হাসপতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত বরিশাল রেফার করে। সন্ধ্যায় চরফ্যাশন থেকে এম্বুল্যান্সে বরিশাল নেয়ার পথে অবস্থা অবনতি দেখে তার স্বজনেরা ভোলা সদর হাসপতালে নিয়ে আসলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দক্ষিণ আইচা থানার ওসি মো. হানিফ সিকদার সাংবাদিকদের বলেন, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত করিম ঢালীকে আটকের জন্য চেষ্টা করছে।