সোমবার, ২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যানের চোরাই কাঠসহ আটক ৩ ।। লালমোহন বিডিনিউজ ।
লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যানের চোরাই কাঠসহ আটক ৩ ।। লালমোহন বিডিনিউজ ।
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম’র পাচারকৃত সরকারি কেওড়া কাঠ বোঝাই করা একটি কাভারভ্যানসহ তিন জনকে আটক করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা।
সোমবার সকালে উপজেলার কর্তারহাট এলাকায় কাঠ বোঝাই কাভারভ্যানসহ তিনজনকে আটক করা হয় ।
কাভারভ্যান থেকে প্রায় ৩ লক্ষ টাকা মুল্যের ১২৯০ পিচ গাছের টুকরা ও ৫৯৬.৪৬ ঘণফুট গাছ উদ্ধার করা হয় ।
আটককৃতারা হলেন, মনপুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কাঠ পাচারকারী কামরুজ্জামান ডালিম (৩৮), কাভারভ্যান চালক রফিক (৩০), হেলপার সোহাগ (২০)।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে লর্ডহার্ডিঞ্জ থেকে পাচারের সময় কর্তারহাট এলাকায় কাভারভ্যান বোঝাই করা সরকারি কেওড়া গাছ সহ পাচারকারী ডালিম সহ চালক ও হেলপারকে আটক করেন তারা। এসময় আটককৃত ডালিম জানান, গাছগুলো লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার। পরে আটককৃতদের গাছ বোঝাই ভ্যান সহ বন বিভাগের কাছে সোপর্দ করেন বলে জানান এলাকাবাসী ।
এ ব্যাপরে লালমোহন উপজেলা রেঞ্জ অফিসার আলাউদ্দিন নিশ্চিত করে বলেন, সকালের দিকে লর্ডহার্ডিঞ্জ বাজার এলাকা থেকে আনা সরকারি কেওড়া গাছ বোঝাই একটি কাভারভ্যান সহ তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতের বিরুদ্ধে বনজ সম্পদ পাচার আইনে মামলা দায়ের করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে অভিযুক্ত লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া বিয়ষটি অস্বীকার করে বলেন, ডালিমের বাড়ি মনপুরায় সে আমার ইটভাটায় এক সময় কাজ করেছে। কেন সে গাছগুলো আমার বলেছে আমি তা জানিনা। হয়তো সুনাম নষ্ট করার জন্য আমার নাম বলেছে বলে তিনি এড়িয়ে যান।
উল্লেখ্য, এর আগে চেয়ারম্যান আবুল কাশেরে বিরুদ্ধে বিভিন্ন সময় তার পরিচালীত রণক ইটভাটায় বিভিন্ন বন থেকে সরকারি গাছ এনে পোড়ানোর অভিযোগ ও রয়েছে।