রবিবার, ১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় বিপুল পরিমানে মা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড ।। লালমোহন বিডিনিউজ
ভোলায় বিপুল পরিমানে মা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : “মা ইলিশ রক্ষা অভিযান- ২০১৭” পরিচালনায় কোস্ট গার্ড দক্ষিণ জোন তৎপর ভূমিকা পালন করছে।
এর প্রেক্ষিতে ০১ অক্টোবর মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিন কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে ভোলা থানাধীন খেয়াঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিকআপসহ প্রায় ১ টন অবৈধভাবে মজুদকৃত ইলিশ মাছ জব্দ করে। যার মূল্য সতের লক্ষ টাকা । আটককৃত ইলিশ নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জেলা মৎস্য কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে এতিমখানা ও গরীব দুস্থঃদের মাঝে বিতরণ করা হয়। অন্যদিকে “মা ইলিশ রক্ষা অভিযান- ২০১৭” এর অংশ হিসেবে সিজি স্টেশন পাথরঘাটা কর্তৃক পাথরঘাটা থানাধীন বিষখালী নদী হতে ০৬ জন জেলে, ০৩টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা, ১০,০০০ মিটার ইলিশ মাছ ধরার জাল এবং ১০ কেজি ইলিশ মাছ জব্দ করে। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক ০৫ জন জেলের ০২ বছর করে কারাদন্ড ও ০১ জন জেলের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় ও জব্দকৃত নৌকা ও জাল ধ্বংস করা হয় এবং আটককৃত ইলিশ মাছ এতিমখানা ও গরীব দুস্থঃদের মাঝে বিতরণ করা হয়।
মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এই অভিযান চলমান আছে এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে।