রবিবার, ১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে হেফজ খানার ছবক অনুষ্ঠিত ।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে হেফজ খানার ছবক অনুষ্ঠিত ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে দারুল উলুম সুজায়েতিয়া নূরানী ও হাফেজী মাদ্রাসার হেফজ খানার ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১অক্টোবর) সকাল ১১টায় সময় এ অনুষ্ঠান হয়।
মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মাওঃ আঃ হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন বাংলার আলেম কুলের শীরমনি এওয়াজপুর কাছেমুল উলুম রাব্বানিয়া ক্বাওমী মাদ্রাসার পরিচালক আলহাজ¦ হযরত মাওলানা আঃ মালেক।
এসময় আরো উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার দাতা শশীভূষন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন, রসুলপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক ও সাবেক ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ঈমাম হোসেন রিপন, সহ-সভাপতি ও সাবেক রসুলপুর ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সামছুল আলম , মাওঃ আঃ জব্বার, আলহাজ¦ মাওঃ হাফেজ আয়ুবআলী শেখ, কালাম চৌধুরী, বেলায়েত খলিফা, সাত্তার চৌধুরী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রী ।