সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » রোহিঙ্গাদের আর ফিরিয়ে নেবে না মিয়ানমার সরকার- এইচএম এরশাদ ।। লালমোহন বিডিনিউজ
রোহিঙ্গাদের আর ফিরিয়ে নেবে না মিয়ানমার সরকার- এইচএম এরশাদ ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘আমার মনে হয় কোনো দিনই রোহিঙ্গাদের আর ফিরিয়ে নেবে না মিয়ানমার সরকার। এদের ভার আমাদেরই বহন করতে হবে। ওদের আশ্রয়-খাবারের ব্যবস্থা আমাদেরই করতে হবে।’
তিনি বলেন, ‘মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়া অত্যন্ত কঠিন কাজ। এর পরও তাদের দেশে আশ্রয় দিতে হবে স্থায়ীভাবে, সেভাবেই পরিকল্পনা করতে হবে।’
রোববার সকালে রংপুরের দর্শনা এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সে দেশের সেনাবাহিনীর নেতৃত্বে যে গণহত্যা আর বর্বরতা চালানো হয়েছে তা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে।’
এরশাদ বলেন, ‘রংপুরের ৬টি আসনেই জাতীয় পার্টি প্রার্থী দেবে এবং নির্বাচন করবে। ‘দুটি আসনে ইতিমধ্যেই আমি প্রার্থী ঘোষণা করেছি। তারা কাজ করছে। এবার নিজের নির্বাচনী এলাকায় আগাম নির্বাচনী প্রচার চালাতে এবং রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়রপ্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফার পক্ষে প্রচারণা চালাতে রংপুরে এসেছি। আশা করি আমাদের প্রার্থী জয়ী হবে।’
ফাইল ছবি.