রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » ভোলার চরফ্যাসনে দুই কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী আটক ।। লালমোহন বিডিনিউজ
ভোলার চরফ্যাসনে দুই কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী আটক ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি: ভোলা জেলার চরফ্যাসনের শশীভূষণ থানা এওয়াজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ ফাতেমা(২৪) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার রাত ৯টার দিকে এওয়াজপুর ৩নং ওয়ার্ড খাসপাড়ার ফাতেমার নিজ ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শশীভূষণ থানার উপ-পরিদর্শক(এসআই) সৈয়দ গোলাম মাওলা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এওয়াজপুর ৩নং ওয়ার্ডের খাসপাড়া এলাকায় ফাতেমা নামের এক নারীর ঘরে তল্লাসী চালিয়ে দুই কেজি গাঁজা পাওয়া যায়।
তিনি আরো বলেন, ফাতেমার স্বামী রমিজ উদ্দিন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাতেমার স্বামী রমিজ পালিয়ে যায় ।
শশীভূষন থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আবুল বাসার এ তথ্য নিশ্চিত করে জানান, ফাতেমার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরন করা হয়েছে।