শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রেমিকার অভিযোগে প্রেমিক আটক ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে প্রেমিকার অভিযোগে প্রেমিক আটক ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: ঢাকার গাজিপুরের প্রেমিকার অভিযোগে লালমোহন উপজেলার চরভুতা বাহাদুর চৌমুহনী এলাকার হারুন মোল্লার ছেলে মো: শাহাদ কে গ্রেফতার করে লালমোহন থানা পুলিশ।
জানা যায়, ঢাকা গাজীপুর এলাকার এক মেয়ের সাথে মোবাইলে সম্পর্ক করে । সেই সুত্রে গত বুধবার লালমোহনে আসে মেয়েটি । তার প্রেমিক শাহাদ বাহাদুর চৌমুহনী এলাকার চা দোকানী । পরকিয়া প্রেমিকা লালমোহন আসলে তাকে পার্শ্ববর্তী বাড়ির তাজল বেপারীর স্ত্রী বিউটি বেগমের কাছে নিয়ে রাখে শাহাদ ।
পরবর্তীতে সুযোগ বুঝে শাহাদ মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে রাত্র প্রায় ১০টার দিকে ঐ ঘরে নিয়ে রাখে ।
বিউটি বেগমের স্বামী তাজল ইসলাম বলেন, আমি মেয়েটিকে আমার ঘরে দেখে তার কাছে জানতে চাইলে সে বলে আমি সকালে চলে যাব ।
মেয়েটি সকালবেলা চলে ও গিয়েছিল কিন্তু শুনেছি সে গিয়ে লালমোহন থানায় অভিযোগ করেছে এবং আমার স্ত্রীর কাছে ছিল বলে ও জানিয়েছে । সেই সুত্রে দুপুর ২টার দিকে পুলিশ বাড়িতে এসে আমার স্ত্রীকে নিয়ে অভিযুক্ত শাহাদ কে ধরতে যায় এবং তাকে গ্রেফতারের পর বিষয়টি সম্পর্কে ভালভাবে অবগত হওয়ার জন্য আমার স্ত্রী বিউটি বেগম কে সাথে নিয়ে যায় ।
লালমোহন থানার কর্তব্যরত ডিউটি অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, কাউকে আনা হয়েছে কিনা আমার জানা নেই ।
গ্রেফতারকারী লালমোহন থানার এ এস আই নাছির এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মেয়েটির বাড়ি ঢাকার গাজিপুরে । সে মোবাইলের মাধ্যমে সম্পর্ক করে লালমোহনে এসে এক মেম্বারের কাছে দুই দিন ছিল । আমরা তার অভিভাবক কে খবর দিয়েছি তারা এসে মেয়েটিকে
নিয়ে যাবে ।
লালমোহন থানা অফিসার ইনচার্জ ওেসি) মো: হুমায়ুন কবির বলেন, বিষয়টি সামাজিক ভাবে ফয়সালা হবে ।