মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » চালের কোন সংকট নেই, কৃত্রিম সংকটে চালের দাম বেড়েছে- খাদ্যমন্ত্রী
চালের কোন সংকট নেই, কৃত্রিম সংকটে চালের দাম বেড়েছে- খাদ্যমন্ত্রী
লালমোহন বিডিনিউজ: বাজারে চালের কোনো সংকট নেই, কৃত্রিম সংকটের কারণে চালের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
মঙ্গলবার সচিবালয়ে চাল ইস্যুতে আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বৈঠকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও চাল ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশ নেন।
বৈঠক খাদ্যমন্ত্রী বলেন, দেশে এখনো পর্যাপ্ত চাল মজুদ রয়েছে, সংকটের কোনো কারণ নেই। কিন্তু কৃত্রিমভাবে সংকট তৈরি করা হচ্ছে।