সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » খালেদা জিয়া চরফ্যাশন কলেজ কে সরকারি করার ওয়াদা দিয়েও করেনি - উপমন্ত্রী জ্যাকব।।লালমোহন বিডিনিউজ
খালেদা জিয়া চরফ্যাশন কলেজ কে সরকারি করার ওয়াদা দিয়েও করেনি - উপমন্ত্রী জ্যাকব।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,মোঃআসাদুল ইসলাম :ভোলার চরফ্যাশনে বজ্রঘোপাল টাউন হলে আজ সকাল ১১টায় মরহুম অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের ২৫ তম মৃত্যু বার্ষিকিতে অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে চরফ্যাশর ও মনপুরার কৃতি শিক্ষার্থিদের মাঝে ক্রেষ্ট ও বৃত্তি প্রদান কালে প্রধান অথিতির বক্তবে, খালেদা জিয়া প্রকাশ্রে চরফ্যাশন কলেজ কে সরকারি করার ওয়দা দিয়েও সরকারি করেনি বললেন বন ও পরিবেশ মন্ত্রালয়ের উপমন্ত্রী আবদুল্লা আল ইসলাম জ্যাকব ।
এ সময় তিনি পি এস সি -১৪৪ জন, পি ডি সি -৭০ জন,জে এস সি- ৪৪ জন ,জে ডি সি -২৫ জন, এস এস সি -৬৫ জন,দাখিল -৭ জন ,এইচ এস সি -২৮ জন মোট ৩৮৩ জন শিক্ষার্থীর মাঝে নগত টাকা ক্রষ্ট ও শেখ মুজিবুর রহমানের জীবনির একটি করে বই প্রধান করেন ।
সম্মানিত অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মিসেস নীলীমা সুলতানা জ্যাকব
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব জয়নাল আবেদিন আখন,আয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব নুরুল ইসলাম ভিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র ছাত্রী ও অভিবাবক বৃন্দ ।