সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » মিয়ানমারের রাখাইন রাজ্য স্বাধীন করার দাবী হেফাজতের ।। লালমোহন বিডিনিউজ
মিয়ানমারের রাখাইন রাজ্য স্বাধীন করার দাবী হেফাজতের ।। লালমোহন বিডিনিউজ
লালমাহন বিডিনিউজ: মিয়ানমারের আরাকান (রাখাইন রাজ্য) স্বাধীন করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতের ঢাকা মহানগর সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির আল্লামা নুর হোসেন কাশেমী, বাংলাদেশ সরকারকে সামরিক অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন। আর এতে দেশের ১৬ কোটি জনগণ পাশে থাকবে বলে তিনি মন্তব্য করেন। আজ সোমবার মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচীর আগে বায়তুল মোকাররমের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, রোহিঙ্গাদের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা খুব দ্রুত করতে হবে। অসহায় রোহিঙ্গাদের পাশে দাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী দিয়ে এই রোহিঙ্গাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য, মিয়ানমার দূতাবাস ঘেরাও করার উদ্দেশ্যে সকাল থেকেই বায়তুল মোকাররমের সামনে রাস্তায় জড়ো হতে থাকে হেফাজত কর্মীরা। রাস্তায় অস্থায়ী মঞ্চ করে সেখানে সমাবেশ করা হয়। সমাবেশে হেফাজত নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সমাবেশ শেষে মিয়ানমার দূতাবাসের উদ্দেশ্যে রওনা দেয়ার প্রস্তুতি নিচ্ছিল হেফাজত।