রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় সাবেক এমপি’র ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত।।লালমোহন বিডিনিউজ
মনপুরায় সাবেক এমপি’র ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলা আ’লীগের উদ্যোগে পরিবেশ ও বন উপমন্ত্রী আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পির পিতা আ’লীগের সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম এর ২৫তম মৃত্যুবার্ষীকি পালিত হয়েছে।
রোববার আ’লীগের দলীয় কার্যালয়ে কোরআন খতম, কালো ব্যজ ধারন, শোকর্যালী, আলোচনা সভা ও বাদ জোহর হাজির হাট বাজার মার্কাস মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরী। ছাত্রলীগ সভাপতি শামসুউদ্দিন সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন আ’লীগ সাধারন সম্পাদক অধ্যাপক এ কে এম শাহজাহান, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলিউল্যাহ কাজল, হাজির হাট ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কাশেম মাতাব্বর, হাজির হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, যুবলীগ সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জমান মনির।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, উপজেলা আ’লীগের সহসভাপতি তৈয়বুর রহমান ফারুক, শিপন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ বায়েজিদ কামাল, আলাউদ্দিন হাওলাদার,দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম ফিরোজ, প্রচার সম্পাদক মোঃ ছালাহউদ্দিন,সহ প্রচার সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা সো¦চ্ছাসেবকলীগ সভাপতি নিজাম উদ্দিন হাওলাদার ও সাধারন সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন আজম, শ্রমিকলীগ আহবায়ক আবুয়াল হোসেন আবু মেম্বার, মৎস্যজীবীলীগ আহবায়ক আবুল কাশেম মেম্বার, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বরসহ আ’লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিক উপস্থিত ছিলেন |