শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে অবৈধ কার্যালাপের সময় প্রবাসীর স্ত্রী ও আনসার সদস্য আটক।।লালমোহন বিডিডিনউজ
বোরহানউদ্দিনে অবৈধ কার্যালাপের সময় প্রবাসীর স্ত্রী ও আনসার সদস্য আটক।।লালমোহন বিডিডিনউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনের পৌর এলাকা থেকে মো: মনির(৩৪) ও আছমা বেগম(২৮) নামে দুজনকে আটক করেছে পুলিশ।
সুত্র জানায়, গত ১৪ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধা অনুমান ৭টায় পরকিয়ার সম্পর্কের ভিত্তিতে বোরহানউদ্দিনের আছমা বেগমের বাড়িতে ভোলা থেকে দেখা করতে আসে মো: মনির নামে একজন আনছার সদস্য। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘরের বাহির হতে তালা মেরে পুলিশকে খবর দিয়ে , তাদের দুজনকে রাত ১২টায় পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদের মোবাইল কোর্টের হাতে সোপর্দ করে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট মো: আ: কুদ্দুস তাদের দুজনকে বাংলাদেশ দন্ডবিধির ১৮৬০ এর ২৯৪ ধারায় প্রতিজনকে ১০,০০০ টাকা করে মোট ২০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। অনাদায়ে ৩ মাসের কারাদন্ডে দন্ডিত করেন।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট মো: আ: কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।