শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বেসরকারী শিক্ষক/কর্মচারীদের জাতীয় করণের দাবীতে সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বেসরকারী শিক্ষক/কর্মচারীদের জাতীয় করণের দাবীতে সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,সংকর মজুমদার লালমোহন : ভোলার লালমোহনে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের চাকুরী জাতিয় করণের দাবীতে আগামী ২১ সেপ্টেম্বর ঢাকার জাতিয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে দেশের সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীদের নিয়ে দাবী আদায়ের লক্ষ্যে লালমোহন উপজেলা বেসরকারী শিক্ষক/কর্মচারী ফোরামের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় লালমোহন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আফসার উদ্দিনের সভাপতিত্বে ও মোঃ মোজাম্মেল হকের সঞ্চালনায় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারী চাকুরী জাতিয় করণের আন্দোলন সাফাল্য মন্ডিত করার জন্য লালমোহনে ১০১ সদস্য বিশিষ্ট বেসরকারী শিক্ষক/কর্মচারী ফোরামের কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ সামছুদ্দিন ধলিগৌরনগর কলেজের উপধ্যক্ষকে সভাপতি, সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল হাই প্রধান শিক্ষক চতলা মোহাম্মদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম হাওলাদার প্রধান শিক্ষক দ্বীপ শিখা মাধ্যমিক শিক্ষালয় কে নির্বাচিত করে এ কমিটি ঘোষনা করেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বেসকারী শিক্ষক/কর্মচারীদের দাবী জাতিয় করণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার জন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বেসরকারী শিক্ষক/কর্মচারীদের চাকুরী জাতিয়করনের বিকল্প নেই বলে মন্তব্য করেন ।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা শিক্ষক ফোরামের সভাপতি মোঃ সাইদুল হাসান সেলিম, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, হেলিপ্যাড নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, হাজিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা আক্তার মুক্তা, ডাওরীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেতারা বেগম, বালুরচর দালাল বাজার মাদ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন।